spot_img

বলপ্রয়োগ করলে ব্যাপক ক্যাজুয়ালিটি হতো, সচিবালয়ের ঘটনায় ডিসি মাসুদ

অবশ্যই পরুন

সচিবালয়ের মূল ফটকে শিক্ষার্থীদের জোরপূর্বক প্রবেশ ও ভাঙচুরের ঘটনায় গণমাধ্যমের সামনে কথা বলেছেন ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা সচিবালয়ের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।

মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ডিসি মাসুদ বলেন, “আমরা শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে আসার সময়ে নিষেধ করেছিলাম, কারণ এটি একটি সংরক্ষিত এলাকা। গতকালের ঘটনার পর আমরা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, যেন কোনো বলপ্রয়োগ না হয়। তারপরও তারা এসেছে।”

তিনি আরও জানান, “আমরা তাদের বলেছিলাম, শান্তিপূর্ণভাবে কর্মসূচি করো, আমরা কিছু বলবো না। তোমাদের মধ্যে থেকে প্রতিনিধি পাঠাও, আমরা দাবিগুলো শুনবো। কিন্তু একদল এসে জানায়, তারা কোনো প্রতিনিধি মানে না। তাদের দাবি ছিলো, শিক্ষা উপদেষ্টাকে সেখানে আনতে হবে।”

ডিসির অভিযোগ, কে বা কারা শিক্ষার্থীদের ইন্ধন দিয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও তাদের উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে তারা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। তারা সংখ্যায় অনেক ছিলো। আমরা চাইলে অনেক কিছুই করতে পারতাম। কিন্তু বলপ্রয়োগ করলে ব্যাপক ক্যাজুয়ালিটি (ক্ষয়ক্ষতি) হতে পারত, যেটা আমরা চাইনি।

তবে পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে পুলিশ শেষমেশ অ্যাকশনে যায় বলে জানিয়েছেন ডিসি মাসুদ। তিনি বলেন, “যখন তারা ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর শুরু করে, তখনই আমরা ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরও জানান, এ ঘটনায় কতজন আহত বা আটক হয়েছেন এ বিষয়ে আপাতত তার কাছে তথ্য নেই।

সর্বশেষ সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা ফাওজুল কবির

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ