spot_img

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ২৮ জুলাই

অবশ্যই পরুন

রংপুরে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুলাই। মঙ্গলবার (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এ ছাড়া পলাতক ২৪ আসামির পক্ষে ৪ জন স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তাদের উপস্থিত করা সম্ভব হয়নি।

পরে ট্রাইব্যুনাল পলাতক প্রতি ৬ জনের পক্ষে একজন করে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এ দিন গ্রেপ্তারে থাকা ৬ আসামি হাজির ছিলেন। বিচারকাজের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলের নিহত আহতদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন ট্রাইব্যুনাল-২।

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। তার মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ