spot_img

জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না: ফারুক-ই-আজম

অবশ্যই পরুন

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা বরাদ্দ থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, এখন পর্যন্ত মোট ৮৪৪ জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ‘ক’ শ্রেণীতে ৯০৮ জন, ‘খ’ শ্রেণীতে ৪ জন এবং ‘গ’ শ্রেণীতে ১০ হাজার ৬৪২ জন রয়েছেন।

মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থবছরে দেয়া হবে। জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত ২০২ কোটি ৫৬ লাখ টাকা দেয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা যদি পুণর্বাসন চান তাদের দেওয়া হবে। মন্ত্রনালয়ের পক্ষ থেকে এদের জন্য পুণর্বাসন ব্যবস্থা করা হবে। মন্ত্রনালয় সেই ভাবে তাদের জন্য কার্যক্রম গ্রহণ করবে। এই পুণর্বাসন বিভিন্ন ভাবে হতে পারে। হাঁস-মুরগী পালনের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যোগ্যতার ভিত্তিতে যে যেভাবে পূণর্বাসিত হতে চান সেটাই গ্রহণ করা হবে।

তবে এই কার্যক্রমে জুলাই যোদ্ধাদের জন্য কোনো ফ্লাট বা চাকরির কোটা এইসব বিষয় নাই। তাছাড়া, সরকারি চাকরিতে কোনো কোটা বরাদ্দ থাকছে না।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক করা হচ্ছে না। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য।

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোতে কোনো মতবিরোধ নেই’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে চারটি রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,...

এই বিভাগের অন্যান্য সংবাদ