যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। তিনি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
গত শনিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড দাবি করেছেন যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা ২০১৬ সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করতে ‘রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে’ জড়িত ছিলেন। তিনি এ বিষয়ে আইনগত তদন্ত ও বিচার দাবি করেছেন।
এদিকে গত শুক্রবার এক বিবৃতিতে গ্যাবার্ড বলেন, ২০১৬ সালে ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপের ফল হিসেবে তুলে ধরতে গোয়েন্দা তথ্য জাল করে একাধিক শীর্ষ কর্মকর্তা মার্কিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন। এটি ছিলো দীর্ঘমেয়াদি একটি ষড়যন্ত্র। যেসব নথি আমরা প্রকাশ করছি, তা স্পষ্ট করে, ২০১৬ সালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিলো, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং জনগণের রায়কে বাতিল করা।
তিনি বলেন, এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যতই ক্ষমতাশালী হোন না কেন, তদন্ত করে আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এমন চেষ্টা না করে। গ্যাবার্ডের দাবি অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ওবামা প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেন।
তুলসী গ্যাবার্ড অভিযোগ করে জানান, ওবামা প্রশাসনের কর্মকর্তারা দ্য ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন। যেখানে বলা হয়, রাশিয়া সাইবার হামলা ও হ্যাকিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলকে প্রভাবিত করেছে।
বৈঠকের পর তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্ল্যাপারের সহকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে নির্দেশনা পাঠান, প্রেসিডেন্টের অনুরোধে একটি গোয়েন্দা বিশ্লেষণ তৈরি করতে, যাতে রাশিয়া কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ করেছে, তা তুলে ধরা হয়।
এ নির্দেশনার ভিত্তিতে সিআইএ, এফবিআই, এনএসএ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি নতুন প্রতিবেদন তৈরি করে, যা ২০১৭ সালের ৬ জানুয়ারি প্রকাশ করা হয়। গ্যাবার্ড বলছেন, ওই প্রতিবেদনটি ছিল বিতর্কিত এবং পূর্ববর্তী মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। এতে এমন কিছু উৎস ব্যবহার করা হয়েছিলো, যাদের ‘অবিশ্বস্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র: ফক্স নিউজ