spot_img

‘কুলি’ সিনেমায় সাহসী চরিত্রে থাকছেন শ্রুতি হাসান

অবশ্যই পরুন

আবার বড় পর্দায় ফিরছেন রজনীকান্ত, আর এইবার তার সঙ্গে রয়েছে অ্যাকশনের ঝড়, আবেগের ছোঁয়া আর তারকাদের বাহার। লোকেশ কানাগারাজের পরিচালনায় ‘কুলি’ মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ছবি হয়ে উঠতে পারে বছরের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন।

‘কুলি’ ছবিতে রজনীকান্তের সঙ্গে থাকছেন দক্ষিণ ও বলিউডের একঝাঁক তারকা—নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, সত্যরাজ এবং দুর্ধর্ষ রূপে শ্রুতি হাসান। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ, যার তালে তালে আগেও কাঁপিয়েছে রজনীকান্তের বহু সিনেমা।

প্রকাশ্যে এসেছে শ্রুতি হাসানের ফার্স্ট লুক পোস্টার। হাতে অস্ত্র, চোখে তীব্র দৃঢ়তা— একেবারে নতুন এক অবতারে ধরা দিয়েছেন তিনি। শ্রুতি নিজেই জানিয়েছেন, “এই চরিত্রটি সাহসী, দৃঢ় ও অনেকটাই অ্যাকশননির্ভর। লোকেশের পরিচালনায় আবেগ ও অ্যাকশনের দারুণ মিশেল আছে। কুলি তার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বপ্নের প্রজেক্ট।”

চলচ্চিত্রের পোস্ট-প্রোডাকশনের কাজ এখন প্রায় শেষের পথে। নির্মাতাদের প্রত্যাশা, ‘কুলি’ নতুন মাইলফলক গড়বে ভারতীয় সিনেমার ইতিহাসে। অনুরাগীদের উৎসাহ তুঙ্গে— একদিকে রজনীকান্তের অদ্বিতীয় উপস্থিতি, অন্যদিকে লোকেশের নির্মাণ ও অনিরুদ্ধের সংগীত— একত্রে যেন এক বিস্ফোরণ অপেক্ষা করছে।

‘কুলি’ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং তার মধ্যে লুকিয়ে আছে গল্প, চরিত্র আর নির্মাতার আত্মা। ছবিটি যেন রজনীকান্তকে ঘিরেই এক যুদ্ধঘোষণা— যে যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, বরং সিনেমার পর্দায় নিজেকে নতুন করে প্রমাণ করার।

সর্বশেষ সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি: ঘটনা তদন্ত ও ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ইস্যুতে রুল জারি

মাইলস্টোন ট্রাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশও নিহতদের ৫ কোটি ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ