spot_img

বিশেষ অভিযানে ইউক্রেনের ১১৯৫ সেনা হত্যার দাবি রাশিয়ার

অবশ্যই পরুন

ইউক্রেনীয় বাহিনীর ওপর নজিরবিহীন অভিযান চালানোর তথ্য জানিয়েছে রাশিয়া। বিশেষ এই অভিযানে ইউক্রেনের ১ হাজার ১৯৫ জন সেনা নিহতের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

তাসের খবরে বলা হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে জাপোরোঝিয়ে অঞ্চলের মালায়া, খেরসন অঞ্চলের বেশ কয়েকটি শহরসহ বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় সমরাস্ত্র ও একাধিক আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ওপর হামলা চালায় রুশ বাহিনী।

হামলায় ইউক্রেনের উত্তরের এলাকায় ১৫৫ জন, পশ্চিম যুদ্ধক্ষেত্রের এলাকায় ২৩০ জনেরও বেশি, দক্ষিণ যুদ্ধক্ষেত্রের এলাকায় ১২৫ জন, কেন্দ্রে ৪৫০ জনেরও বেশি, পূর্ব যুদ্ধক্ষেত্রের এলাকায় ১৯০ জন এবং ডনেপ্রের যুদ্ধক্ষেত্রে ৪৫ জনেরও বেশি সেনা সদস্যকে হারিয়েছে কিয়েভ।

উত্তর, পশ্চিম এবং দক্ষিণ যুদ্ধক্ষেত্রের ইউনিটগুলোতে বহু সমরাস্ত্র, বিমান বাহিনীর বিগ্রেড এবং অ্যাটাক রেজিমেন্টের সদস্যের ওপর আঘাত করা হয়েছে। খারকভ অঞ্চলের গাতিশে এবং ভোলচানস্ক বসতি এলাকায় দুটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ইউনিটেও হামলা চালায় রুশ বাহিনী। হামলায় ইউক্রেন একটি সাঁজোয়া যুদ্ধযান, তিনটি মোটরযান, চারটি আর্টিলারি এবং একটি গোলাবারুদ ডিপো হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

প্রতিবেদনে আরও বলা হয়, দোনেস্কের কোরোভি ইয়ার, কার্পোভকা এবং টরস্কয়ের বসতি এলাকায় দুটি ইউক্রেনীয় যান্ত্রিক ব্রিগেড, অ্যাসল্ট ব্রিগেড, একটি এয়ারমোবাইল ব্রিগেড এবং দুটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ওপর আক্রমণ করেছে রুশ সেনারা। এতে ২টি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে ইউক্রেন। এছাড়া ইউক্রেনের ১৮টি মোটরযান এবং ২টি ফিল্ড আর্টিলারি,একটি মার্কিন-নির্মিত কাউন্টার-ব্যাটারি স্টেশন, দুটি ইলেকট্রনিক যুদ্ধযান স্টেশন এবং সাতটি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের পূর্বে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর তিনটি সাঁজোয়া যুদ্ধযান, ১২টি মোটরযান এবং তিনটি কামান ধ্বংস করারও দাবি করেছে মস্কো। এছাড়া, অঞ্চলের আরও ভেতরে গিয়ে চারটি সাঁজোয়া যুদ্ধযান, ১১টি মোটরযান, একটি ফিল্ড আর্টিলারি ও একটি মার্কিন-নির্মিত কাউন্টার-ব্যাটারি স্টেশন ধ্বংস করেছে রুশ বাহিনী। জাপোরোজিয়ে অঞ্চলের মালায়াতেও নজিরবিহীন হামলায় ইউক্রেনীয় বাহিনীর বহু সমরাস্ত্র ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা মুভি’

মোহিত সূরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ (Saiyaara), যেটিতে আনেৎ পাড্ডা ও আহান পাঁডে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সম্প্রতি সিনেমাহলে মুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ