spot_img

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

অবশ্যই পরুন

গাজায় ইসরায়েলের নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও ১১৬ ফিলিস্তিনি। শনিবার (স্থানীয় সময়) দিনভর চালানো এ হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এদিন রাফায় ত্রাণকেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচারে গুলিবর্ষণ করে আইডিএফ। এতে প্রাণ যায় অন্তত ৩৮ জনের।

দক্ষিণাঞ্চলে একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল-হাওয়া এলাকায় আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ।

আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে আটক করে তারা।

অন্যদিকে, আল-শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও দু’জন। যাদের মধ্যে ৩৫ দিন বয়সী এক নবজাতক শিশুও রয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ