spot_img

মুক্তির এক বছর আগেই বিক্রি হচ্ছে যে সিনেমার টিকিট!

অবশ্যই পরুন

‘ওপেনহাইমার’ দিয়ে বক্স অফিস ও পুরস্কার মঞ্চ কাঁপিয়ে দেওয়া পরিচালক ক্রিস্টোফার নোলান এবার ফিরছেন আরও বড় চমক নিয়ে। গ্রিক মহাকাব্য ‘ওডিসি’ অবলম্বনে তৈরি হচ্ছে তার পরবর্তী সিনেমা ‘দ্য ওডিসি’, যা ২০২৬ সালের ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে।

কিন্তু সিনেমাটি ঘিরে সবচেয়ে অভূতপূর্ব ঘটনা—মুক্তির এক বছর আগেই শুরু হচ্ছে আগাম টিকিট বিক্রি! হলিউডের ইতিহাসে যা একেবারেই নজিরবিহীন। নোলানভক্তদের মধ্যে ছবিটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তবে এতে রয়েছে একটি শর্ত। শুধুমাত্র আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন আছে এমন সিনেমা হলে ২০২৫ সালের ১৭ জুলাই থেকে টিকিট কেনা যাবে। অন্য সাধারণ প্রেক্ষাগৃহে টিকিট পেতে হলে অপেক্ষা করতে হবে মুক্তির কিছু মাস আগে পর্যন্ত।

ছবির প্রচার এরইমধ্যে শুরু করে দিয়েছে ইউনিভার্সাল পিকচারস। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং নতুন ‘সুপারম্যান’ সিনেমা দেখানোর আগে কিছু কিছু হলে ‘দ্য ওডিসি’-র এক মিনিটের বিশেষ ঝলক দেখানো হচ্ছে। যদিও টিজারটি এখনও অনলাইনে প্রকাশ করা হয়নি, তবে হলের দর্শকেরা আগ্রহ নিয়ে সেই ঝলক দেখছেন।

এই সিনেমায় ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। সঙ্গে থাকছেন আরও একঝাঁক তারকা—টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরন।

এদিকে ‘দ্য ওডিসি’ হতে চলেছে নোলানের প্রথম সিনেমা, যেটি পুরোটা আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে। এর আগে ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ বা ‘টেনেট’-এ আংশিকভাবে আইম্যাক্স ব্যবহার করেছিলেন নোলান। এবার পুরো ছবিতেই থাকবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ