spot_img

৯ বছরের খরা, ১২ ম্যাচের ব্যর্থতার পর আজ কি ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

অবশ্যই পরুন

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় যেন বহুদিনের স্বপ্নে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। ২০১৬ সালের পর থেকে একের পর এক পরাজয়, সর্বশেষ ১২ টি-টোয়েন্টিতেই জয়শূন্য টাইগাররা। ঘরের মাঠে হোক বা প্রতিপক্ষের ডেরায়—ফলাফল একটাই: হতাশা। তবে এবার সেই ইতিহাস বদলাতে চায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। আজ (রোববার) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, যেখানে বাংলাদেশের লক্ষ্য একটাই—হারিয়ে দেওয়া সেই পুরনো রেকর্ড আর গড়া নতুন ইতিহাস।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। দুই দল এখনও পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে মাত্র ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

তার চেয়েও বড় কথা সবশেষ ১২ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটিও জয় নেই। সবশেষ ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছরের জয়ের খরা কাটানোর প্রত্যয় ব্যক্ত করে লিটন দাস বলেন, ‘গত ৯ বছর ধরে আমরা জিতছি, এরকম বিষয়কে কখনও ভাবি না। আমরা শুধু ভালো ক্রিকেট ও নিজেদের ধরনের ক্রিকেট খেলায় মনোযোগ দেই। এই সিরিজেও একই দিকে আমাদের লক্ষ্য থাকবে।’

অধিনায়ক আরও বলেন, ‘আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সব কিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই (আগের রেকর্ড) বদলে যাবে।’

তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কন্ডিশনের ওপর আমরা সিদ্ধান্ত নেব (একই একাদশ নাকি বেঞ্চের শক্তি দেখা)। আমাদের দলের যে বেঞ্চের শক্তি আছে, সবাই খেলার মতো সামর্থ্যবান। আমরা টিম ম্যানেজমেন্ট থেকে ঠিক করব, কোন সময় কাকে খেলানো যায়। আমরা সেভাবেই চেষ্টা করব।’

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের স্লো উইকেটে গেল কয়েক বছর ধরে অনেক সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এর মধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। তবে ম্যাচ জয়ের কারণে অনেক ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়েনি তেমন।

গতকাল শনিবার (১৯ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে ব্যাটসম্যান হিসেবে (মিরপুরে খেলে)। আমি যদি বোলার হতাম, হয়তোবা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়, ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল।’

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন ওবামা: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। তিনি দাবি করেছেন, ডোনাল্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ