তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
লিটন কুমার দাসের নেতৃত্বে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করা দলটির উপরেই ভরসা রেখে নির্বাচক কমিটি।
আগামী ২০ থেকে ২৪ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন।