spot_img

সিনেমার সেটে পাকিস্তানের পতাকা, কটাক্ষের মুখে রণবীর সিং

অবশ্যই পরুন

বলিউড তারকা রণবীর সিং বর্তমানে ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নিজের বিশেষ দিন জন্মদিনে সেই সিনেমার লুক প্রকাশ্যে এনেছেন তিনি। কিন্তু এতেই শুরু হয়েছে শোরগোল। ‘ধুরন্ধর’ এর লুক প্রকাশ্যে এনেই বিপাকে পড়তে হয়েছে অভিনেতাকে। কিন্তু কেন?

সংবাদমাধ্যমের প্রতিবেদন, সিনেমার সেট থেকে কয়েকটি নেপথ্য দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এসবের একটিতে দেখা গেছে ‘ধুরন্ধর’র সেটে পতপত করে পাকিস্তানের পতাকা উড়ছে। সেই ফ্রেম প্রকাশ্যে আসতেই বিতর্কের মুখে পড়েছেন রণবীর সিং।

এর আগে ভারতের পেহেলগাম এলাকায় হামলার পর থেকেই ভারতীয়দের একাংশের মনে পাকিস্তান বিদ্বেষ। এ কারণে পাকিস্তানি শিল্পীদের ছাড় দিতে রাজি নয় বলিউড ফিল্ম সংগঠনগুলো। ‘সর্দারজি ৩’ সিনেমায় একাধিক পাকিস্তানি তারকাদের সঙ্গে অভিনয় করায় বয়কটের মুখে পড়তে হয় গায়ক ও অভিনেতা দিলজিৎকে। এ কারণে নিজ দেশ ভারতে মুক্তি পায়নি তার সিনেমা।

এবার দিলজিতের সেই রেশ কাটিয়ে উঠার আগেই রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা ‘ধুরন্ধর’র সেটে পাকিস্তানের পতাকা দেখা গেল। ফলে বিতর্ক ও প্রশ্ন অনেক। কারও প্রশ্ন, সেটে পাকিস্তানের পতাকা রাখা হয়েছে কেন? আবার কারও কটাক্ষ, বলিউডের পরিবেশ একদমই নষ্ট হয়ে গেছে। তবে একাংশ মনে করছেন, চিত্রনাট্যের প্রয়োজনেই ব্যবহার করা হয়েছে পতাকাটি।

‘ধুরন্ধর’ সিনেমা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। যদিও এর গল্প নিয়ে এখনো কিছুই খোলাসা করেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, সিনেমাটিতে নাকি অজিত ডোভালের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই এর গল্প সাজানো। হয়তো এ কারণেই সিনেমার সেটে পাকিস্তানের পতাকা। কিন্তু নেটিজেনরা কী মনে করছেন, সেটিই বড় বিষয়।

মহামারি করোনার সময় থেকেই রণবীর সিংয়ের ফিল্ম ক্যারিয়ার খানিকটা ভাঁটায় পড়েছে। ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনো সিনেমাই দর্শকমহলে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এখন দেখার অপেক্ষা যে, ‘ধুরন্ধর’ সিনেমা দিয়ে কতটা আলোচনায় আসতে পারেন এ অভিনেতা।

সর্বশেষ সংবাদ

‘পার্বত্য শান্তি চুক্তির বড় সমস্যাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে’

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ