spot_img

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা

অবশ্যই পরুন

গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইসরায়েলের দুটি কৌশলগত স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলার লক্ষ্য ছিল ইলাত বন্দর শহর (উম্ম আল-রাশরাশ) ও দক্ষিণাঞ্চলীয় নেগেভ অঞ্চল। খবর মেহের নিউজ।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান, এই অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়। এর মধ্যে দুটি ড্রোন নেগেভের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়, এবং একটি ড্রোন আঘাত হানে ইলাত বন্দরে।

তিনি বলেন, ‘আমাদের এই যৌথ ও সমন্বিত সামরিক অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেন তার সীমিত সামর্থ্য ও সম্পদ দিয়েও গাজা এবং আরব ও ইসলামি দেশের ওপর চলমান আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে অবস্থান নিতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইয়াহিয়া সারে ঘোষণা দেন, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে উড়িয়ে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ হেরে দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ হেরে শিরোপা হাতছাড়া করে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ