spot_img

বিএসবি চেয়ারম্যান বাশার ১০ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

মানি লন্ডারিং আইনের মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে দুপুরে খায়রুল বাশারকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেফতার করে সিআইডি। গত ৪ মে গুলশান থানায় সিআইডি মামলাটি করে।

স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে এক সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে খায়রুল বাশারের বিরুদ্ধে। বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানোর নামে অনেকের কাছ থেকে তিনি হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা।

সর্বশেষ সংবাদ

সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা রাজনৈতিক নয়, ব্যক্তিগত বা ব্যবসায়িক দ্বন্দ্বে ঘটেছে বলে জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ