spot_img

নিবন্ধন পেতে আবেদনে তথ্যের ঘাটতি, এনসিপিসহ ১৪৪ দলকে চিঠি দিচ্ছে ইসি

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনপত্রগুলো যাচাইবাছাই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নিবন্ধনের জন্য ইসিতে এবার আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের তথ্য যাচাইবাছাইয়ে সব দলের কোনো না কোনো ঘাটতি পাওয়া গেছে। এজন্য ১৫ দিন সময় দিয়ে প্রথম ধাপে ৬২টি দলকে আজ মঙ্গলবারই চিঠি দিচ্ছে সাংবিধানিক সংস্থাটি।

আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৮২টি দলকে চিঠি দেবে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এ তথ্য নিশ্চিত করে।

সেই ক্ষেত্রে যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, ১৫ দিনের মধ্যে সেসব পূরণ করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি৷ তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।

সর্বশেষ সংবাদ

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র সংসদ নির্বাচন থেকে কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় নির্বাচনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ