এবার চীনের বেইজিংয়ে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মূলত আন্তর্জাতিক জোট এসসিও বা সাংহাই কোঅপারেশন কর্পোরেশনের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দিতেই বেইজিংয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷
যদিও ভারতে নির্বাসিত তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি বাছাই–সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এসময় আলোচনা হয়ে থাকতে পারে বলেও ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে।
এই বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়েছেন জয়শঙ্কর।
সমাজমাধ্যমে জয়শঙ্কর লেখেন, ‘চীনের উপ রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করে খুব ভাল লাগলো৷ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে৷ আশা করি এই বৈঠক আমাদের সম্পর্ককে আরও ইতিবাচক করে তুলবে৷’
এদিকে ভারতে নির্বাসিত তিব্বতীয় আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি বাছাই–সংক্রান্ত বিষয়গুলো দিল্লি-বেইজিং সম্পর্কের পথে ‘কাঁটা’ হয়ে আছে। রোববার দিল্লিতে অবস্থিত চীনা দূতাবাস এমন কথা বলেছে।
চীনারা তিব্বতকে ‘শিজাং’ নামে ডাকেন। গতকাল এক বিবৃতিতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, আসলে শিজাং-সংক্রান্ত বিষয়গুলো চীন-ভারত সম্পর্কে একটা কাঁটার মতো হয়ে আছে এবং এটা ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের চীন সফর সামনে রেখে এমন মন্তব্য করল বেইজিং। ২০২০ সালে দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হওয়ার পর এবারই প্রথম চীন সফরে যাচ্ছেন তিনি।