ইসরায়েলের সাম্প্রতিক এক হামলায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছিলেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়, গত ১৬ জুন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল–এর একটি জরুরি বৈঠক চলাকালে ইসরায়েল একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালায়। সেসময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও অন্যান্য শীর্ষ নেতারা ওই স্থাপনাটিতেই অবস্থান করছিলেন। হামলার সময় জরুরি নির্গমনপথ ব্যবহার করে তারা বাইরে বের হওয়ার চেষ্টা করেন এবং সেই সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে সামান্য আঘাত লাগে বলে জানানো হয়।
ফার্স-এর রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল ভবনের উভয় পাশের ছয়টি প্রবেশ ও নির্গমনপথে হামলা চালায়, যার ফলে ভেন্টিলেশন সিস্টেম অকার্যকর হয়ে পড়ে এবং স্থাপনাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে প্রেসিডেন্ট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
বারো দিনের ওই যুদ্ধে ইসরায়েল তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পর্বত এলাকায় একাধিকবার হামলা চালায়—যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এখন জানা যাচ্ছে, হামলার চতুর্থ দিনে লক্ষ্য ছিল ওই ভূগর্ভস্থ গোপন স্থাপনাটি।
ফার্স নিউজ জানায়, ইসরায়েলি হামলার পরপরই ইরানের শীর্ষ নেতাদের মধ্যে বিস্ময় দেখা দেয় এবং প্রথম ২৪ ঘণ্টা সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা তৈরি হয়।
এই হামলায় বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর একাধিক শীর্ষ কমান্ডারও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতোল্লাহ আলী খামেনি তাদের অন্যতম লক্ষ্য ছিলেন। কিন্তু তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়ার পর তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য আর তাদের কাছে ছিল না।
১৩ জুন ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান এই হামলার পাল্টা জবাবও দিয়েছে। ইসরায়েল দাবি করে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, যদিও তেহরান বারবার বলে আসছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে।
এছাড়া ২২ জুন, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ বাহিনী ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওই স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কিছু গোয়েন্দা সংস্থা এ বিষয়ে আরও সতর্ক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে।