spot_img

সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩০

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের দেয় সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক। খবর, রয়টার্সের।

সোমবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই সংঘর্ষ নিয়ন্ত্রণে তাদের বাহিনী কাজ করবে।

তবে ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সাথে বেদুইন উপজাতির সংঘর্ষে ৩৭ জন নিহত হয়েছে।

চলতি বছরের এপ্রিল এবং মে থেকেই ওই অঞ্চলে দ্রুজ সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। যা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৭ জন দ্রুজ এবং ১০ জন বেদুইন রয়েছে।

দেশটির সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলা বন্ধ রেখেছে। তবে সংঘর্ষ সমাধানে ফোর্স পাঠানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে, যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার

শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ