spot_img

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে লড়বে এনসিপি

অবশ্যই পরুন

‘শাপলা’ প্রতীক পেতে বাধা দেয়া হলে রাজনৈতিকভাবে লড়বে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৩ জুলাই) সকালে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, এটা স্পষ্ট যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করতে হবে এবং ঐকমত্য কমিশনের সে নতুন পদ্ধতি সেটি অনুযায়ী ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। ‘শাপলা’ প্রতীকের কোনও বিকল্প নেই। এই প্রতীক পেতে আইনগতভাবে আমাদের কোনও বাধা নেই। যদি বাধা দেয়া হয় এনসিপি রাজনৈতিকভাবে লড়াই করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময়, ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে আইনগত কোন বাধা নেই বলে দাবি করেন দলটির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। জানান শাপলা পেতে নতুন করে আবেদন করা হয়েছে। তিনি বলেন, ইসি পুনর্গঠন করতে হবে, দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন।

এর আগে, সকালে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে প্রতীক বরাদ্দ ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে প্রতীক তালিকা থেকে আইনগতভাবে নৌকাকে বাদ দিতে কমিশনের কাছে সুপারিশ করেছে এনসিপি।

এর আগে, গত বুধবার ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাবে না। এনসিপির আবেদনে প্রতীক তালিকায় শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ রাখা হয়েছে।

অন্যদিকে, নিবন্ধিত দল নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে এখন ৬৯টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়িয়ে ১১৫ টি করার প্রস্তাব দিয়েছে ইসি।

সর্বশেষ সংবাদ

পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ