spot_img

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন লেবাননের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

বর্তমান সময়ে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিককরণে লেবানন আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আওন। তবে তিনি ভবিষ্যতে প্রতিবেশী এই দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের আশা প্রকাশ করেছেন।

গতকাল শুক্রবার (১১ জুলাই) এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেসিডেন্ট আওন। এ খবর দিয়েছে আরব নিউজ। জোসেফ আওন বলেন, শান্তি মানে যুদ্ধের অবসান, আর এটাই এখন লেবাননের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু স্বাভাবিককরণ আপাতত লেবানের বৈদেশিক নীতির অংশ নয়।

সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-এর দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। গিডিওন সার জানিয়েছিলেন, ইসরায়েল লেবানন ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়।

প্রেসিডেন্ট আওন আরও বলেন, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী পাঁচটি এলাকা এখনো ইসরায়েল দখলে রেখেছে। এই এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের উপস্থিতি লেবাননের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বাধা হয়ে আছে।

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ