spot_img

‘যুক্তরাষ্ট্রের ওপর আমাদের এখন আর কোনো বিশ্বাস নেই’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে বিষয়টি ঘিরে ওয়াশিংটনের প্রতি একেবারে ‘অবিশ্বাস’ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি।

শুক্রবার (১১ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া এক বক্তব্যে লারিজানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর আমাদের এখন আর কোনো বিশ্বাস নেই।’

তিনি যুক্তরাষ্ট্রের কৌশলের কড়া সমালোচনা করে বলেন, ‘আমেরিকার নীতি হলো— হয় আত্মসমর্পণ করো, নয়তো যুদ্ধ করো।’ তিনি আরও বলেন, ‘নতুন মধ্যপ্রাচ্য হবে একটি সহনশীল ও দৃঢ় মধ্যপ্রাচ্য।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, ইরান নাকি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে।

তবে এ দাবি অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের পক্ষের সঙ্গে বৈঠকের কোনো অনুরোধ করিনি।’

হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনার সময় নির্ধারণ করেছি এবং ওরা কথা বলতে চায়।’

এর আগে ২২ জুন যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান ইরানের ফোর্দো ও নাতানজ পারমাণবিক স্থাপনায় ১৪টি জিবিইউ-৫৭ ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনেট্রেটর’ বোমা (বাংকার বাস্টার) ফেলেছে। পাশাপাশি ইসফাহানের পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে নিক্ষিপ্ত হয়েছে ডজনখানেক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র।

১৫ জুন ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা নির্ধারিত থাকলেও তার দুই দিন আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়।

এরপর ১২ দিনব্যাপী ইরান-ইসরায়েল সংঘাতের অবসান ঘটে ২৪ জুন, যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতির মাধ্যমে।

সর্বশেষ সংবাদ

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটির স্যাটেলাইট চিত্র ফাঁস

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইসলামি প্রজাতন্ত্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ