তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্দান্ত এক জুটি গড়ে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দলীয় ৭৮ ও ব্যক্তিগত ৪২ রানে মিরাজের বলে রিশাদের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন নিশাঙ্কা। মাত্র ১৬ বলের এই ঝড়ো ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ৩টি ছক্কা।
নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে আসেন কুশল পেরেরা। রিশাদের বলে আউট হবার আগে ২৪ রান করেন তিনি। একপ্রান্ত আগলে একাই জয়ের লক্ষ্যে এগোতে থাকেন মেন্ডিস। ৫১ বলে ৭৩ রানে তিনি যখন আউট হন তখন দলের জেতার জন্য প্রয়োজন মাত্র ৭ রান। শেষ পর্যন্ত স্বাগতিক অধিনায়ক চারিথ ও অভিস্কা ফার্নান্দেজের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন সাইফুদ্দিন, মিরাজ ও রিশাদ।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ।
সর্বোচ্চ ৩৮ রান আসে পারভেজ ইমনের ব্যাটে। নাইম ও মিরাজ করেন যথাক্রমে ৩২ ও ২৯ রান। শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ইনিংসে কিছুটা গতি পায় বাংলাদেশের ইনিংস। ২ ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি।
লঙ্কানদের পক্ষে ২টি উইকেট তুলে নেয় মহেশ থিকশানা। একটি করে উইকেট পান থুশারা, শানাকা ও ভেন্ডারসে।
আগামী রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।