spot_img

ব্রিটেন সফরে রাজার নিকট গাজা ও ইউক্রেনের প্রতি সমর্থনের আহ্বান ফরাসি প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে এসে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইউক্রেনকে সহায়তা দেয়ার জন্য ব্রিটিশ সমর্থন চেয়েছেন। ব্রেক্সিটের পর প্রথম কোনো ইউরোপীয় নেতা হিসেবে তিনি ব্রিটেনে এই রাষ্ট্রীয় সফরে এসেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) ব্রিটিশ সংসদের উভয় কক্ষে এক বিরল ভাষণে ম্যাকরন ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক পুনরুদ্ধারকে স্বাগত জানান।

তিনি বলেন, দুটি দেশকে যুক্তরাষ্ট্র ও চীনের ওপর ‘অতিরিক্ত নির্ভরতা’ কমাতে একসাথে কাজ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্টের এই তিন দিনের সফরটি কিং চার্লস তৃতীয়ের আমন্ত্রণে হয়েছে।

ম্যাকরনকে রাজপরিবারের সদস্যরা অভ্যর্থনা জানান, যার মধ্যে রয়েছেন রাজ পরিবারের উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস ক্যাথরিন। এরপর তারা ঘোড়ার গাড়িতে করে উইন্ডসর ক্যাসেলে যান।

সংসদে ভাষণ দিয়ে ম্যাকরন বলেন, ইউরোপকে শক্তিশালী করতে—প্রতিরক্ষা, অভিবাসন, জলবায়ু ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে—ফ্রান্স ও ব্রিটেনকে একসাথে এগিয়ে আসতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট এও বলেন, ‘ব্রিটেন ও ফ্রান্সকে আবার বিশ্বকে দেখাতে হবে যে আমাদের জোট বড় পরিবর্তন আনতে পারে। আমাদের সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র উপায় হলো কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া।’

ম্যাকরন ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় দেশগুলোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, তারা ‘কখনই ইউক্রেনকে ত্যাগ করবে না’, পাশাপাশি গাজায় নির্বিচারে যুদ্ধবিরতি দাবি করেন।

তিনি ব্রিটেনকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়ে ফ্রান্সের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এটি ‘শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়’।

তিনি ফ্রান্স ও ব্রিটেনের সামনে থাকা ভূরাজনৈতিক হুমকিগুলো তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্র ও চীনের ওপর ‘অতিরিক্ত নির্ভরতা’ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। বলেন, ‘আমাদের অর্থনীতি ও সমাজকে এই দ্বৈত নির্ভরতা থেকে ঝুঁকিমুক্ত করতে হবে।’

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের জন্য একে অপরের দেশে বসবাস সহজ করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অনলাইনে শিশু সুরক্ষার মতো বিষয়গুলোতে সহযোগিতা বাড়াতে হবে।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হচ্ছে অনলাইন পোর্টাল

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈশ্বিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ