spot_img

ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে চেলসি

অবশ্যই পরুন

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। অন্যদিকে বুধবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইউসিএল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই।

এদিন চেলসির হয়ে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়েই বাজিমাত করেছেন জোয়াও পেদ্রো। যে ফ্লুমিনেন্সের হয়ে তার সিনিয়র লেভেল ক্যারিয়ার শুরু, সেই ক্লাবের বিপক্ষেই জোড়া গোল করে নতুন ক্লাবকে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলেছেন পেদ্রো।

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। ম্যাচের ৫৬তম মিনিটে দ্বিতীয় গোল করে দলকে ফাইনালে তোলেন এই স্ট্রাইকার।

সর্বশেষ সংবাদ

শুধু ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না। এর জন্য ব্যক্তিপর্যায়ে সৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ