spot_img

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলে এক পরিবর্তন, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

অবশ্যই পরুন

জিতলেই সিরিজ জয়—এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা।

হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে শ্রীলঙ্কা।

এ ম্যাচের আগে নাজমুল হোসেন শান্তকে পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ। তবে ঠিকই একাদশে আছেন তিনি।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশঙ্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেলালাগে, ভানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, আসিতা ফার্নান্দো।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ