spot_img

পাকিস্তানি তারকাদের নিয়ে আবারও কঠোর অবস্থানে ভারত

অবশ্যই পরুন

ভারতে পাকিস্তানি তারকাদের নিয়ে আবারও কড়া অবস্থানে গেল কেন্দ্র সরকার। সাময়িকভাবে অ্যাক্সেসযোগ্য হয়ে ওঠা কিছু পাকিস্তানি অভিনেতা, সাবেক ক্রিকেটার এবং বিনোদনমূলক প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নতুন করে ব্লক করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সামনে আসার পর ‘জরুরি অভ্যন্তরীণ পর্যালোচনা’র মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে অ্যাকাউন্টগুলো পুনরায় নিষিদ্ধ করা হয়।

এই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, বিনোদন প্ল্যাটফর্ম হাম টিভি, এআরওয়াই ডিজিটালসহ বহু তারকার ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। জুলাই মাস থেকেই এগুলো ভারত থেকে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছিল, যদিও এর আগে পেহেলগামে হামলার পর সেগুলো ব্লক করা হয়েছিল। সরকারি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১৮ হাজারের বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

ভারতের দাবি, পেহেলগামে পাকিস্তানের মদদে হামলা হয়েছে, আর এতে পাকিস্তানি তারকারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি ও সামরিক পদক্ষেপের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, মূলত তাদের অ্যাকাউন্টই এই তালিকায় রয়েছে।

পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ করা হয়। এরপর অভিনেতা দিলজিত দোসাঞ্জের সঙ্গে ভারতের একটি সিনেমায় কাজ করেছিলেন হানিয়া আমির। সেখানে তাকে নিষিদ্ধ করা হয়, দিলজিতের ওপর দেওয়া হয় আলাদা চাপ।

সর্বশেষ সংবাদ

জুলাইকে ভুলিয়ে দিতে চাইলে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে: চিফ প্রসিকিউটর

জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ