spot_img

ভারত-পাকিস্তান সংঘাত: চীনের বিরুদ্ধে ফরাসি যুদ্ধবিমান ইস্যুতে অপপ্রচারের অভিযোগ

অবশ্যই পরুন

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে এবার ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠলো চীনের বিরুদ্ধে।

ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, নিজেদের যুদ্ধবিমানের বিক্রয় বাড়ানো ও বিশ্বব্যাপী রাফাল রফতানির ধস নামাতে এই কাজ করছে চীনা দূতাবাসগুলো। কিন্তু, অভিযোগটিকে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছে বেইজিং।

পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধে ভারতের অন্যতম গেম চেঞ্জার ভাবা হয়েছিল ফরাসি প্রযুক্তির যুদ্ধবিমান রাফালকে। কিন্তু, সম্মুখ সংঘাতে তিনটি রাফাল ফাইটার জেট হারায় দেশটি। যা স্বীকারও করেছে নয়াদিল্লি। এরপরই বিশ্বব্যাপী রাফালের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ারে ব্যাপক ধস নামে। উল্টো পাল্লা দিয়ে বাড়তে থাকে রাফাল বিধ্বংসী চীনা যুদ্ধবিমান জে-টেন সি‍‍’র শেয়ারমূল্য।

নিজেদের যুদ্ধবিমানের প্রচার ও বিক্রি বাড়াতে রাফাল যুদ্ধবিমানের অপপ্রচার করছে চীন। এমন অভিযোগ- ফরাসী সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের। বার্তাসংস্থা এপি’র কাছে বিষয়টি জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ফরাসী সামরিক কর্মকর্তা। অভিযোগ, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে আগ্রহী দেশগুলোর কাছে গুজব ও অপবাদ রটাচ্ছে সেসব দেশের চীনা দূতাবাসগুলো। রাফালের বিক্রি কমিয়ে নিজেদের যুদ্ধবিমানের প্রসার বাড়াতেই এমনটা করছে বেইজিং, দাবি প্যারিসের।

রাফালকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবেই অপবাদ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। বিপরীতে বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়েছে দিয়েছে চীন।

এ পর্যন্ত, ৫৩৩ টি রাফাল বিক্রয় করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো এভিয়েশন। যারমধ্যে ৩২৩টিই বিক্রি হয়েছে ভারত, মিসর, কাতার, গ্রীস, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে। মাল্টি টার্গেটিং নামক বিশেষ ফিচারের কারণে বহুদেশেই সুখ্যাতি লাভ করে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেটটি।

সর্বশেষ সংবাদ

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ