spot_img

ফিফা ক্লাব বিশ্বকাপ: পালমেইরাসকে কাঁদিয়ে সেমিতে চেলসি

অবশ্যই পরুন

ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দ্য ব্লুজ।

শনিবার (৫ জুলাই) ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় দু’দল।

খেলার শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের ১৬তম মিনিটে চালোবাহ’র কাছ থেকে বল পেয়ে দলের হয়ে লিড নেন করেন কোল পালমার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লন্ডনের ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে পালমেইরাস। ৭৮তম মিনিটে এস্টেভাও’র দর্শনীয় শটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পালমেইরাস।

তবে ম্যাচের শেষদিকে এসে অঘটন ঘটিয়ে বসে পালমেইরাস। ম্যাচের ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে ২-১ এ পিছিয়ে পড়ে তারা।

আর কোনো গোল না হলে এই স্কোরলাইন ধরেই সেমিফাইনালের টিকিট কাটে চেলসি। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

সর্বশেষ সংবাদ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ