spot_img

তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ইসলামাবাদ: শেহবাজ শরিফ

অবশ্যই পরুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আবারও ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তার দেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ইসলামাবাদ।

শুক্রবার (৫ জুলাই) আজারবাইজানের খানকেন্দিতে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইকো) সম্মেলনের ফাঁকে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান-এর সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন।

শেহবাজ শরিফ ইসরায়েলি শাসনের দ্বারা চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ভূমিকার প্রশংসা করেন এবং জানান, ইসলামাবাদ তেহরানের পাশে আছে ও সমর্থন অব্যাহত রাখবে।

সাক্ষাতে দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করেন এবং পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার প্রতিশ্রুতি দেন।

তারা ইসরায়েলের অবৈধ ও উসকানিমূলক আগ্রাসনের পর আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন নিয়েও আলোচনা করেন।

শরিফ ইরানকে সাধুবাদ জানান ইসরায়েলি শাসনকে সাম্প্রতিক সংকটে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি পাকিস্তানের ঐক্য ও সমর্থন আবারও জোর দিয়ে বলেন।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে ইসলামাবাদ তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানান।

এর জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েল যুদ্ধের সময় আন্তর্জাতিক মঞ্চে ইরানের প্রতি পাকিস্তানের জোরালো কূটনৈতিক সমর্থনের প্রশংসা করেন এবং উত্তেজনা কমাতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শেহবাজ শরিফকে ধন্যবাদ জানান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার-এর মধ্যে ইকো সম্মেলনের ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনআপে। আজ কলম্বোতে লক্ষ্য তাড়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ