spot_img

পর্তুগিজ তারকা ফুটবলার দিয়েগো জোতা সড়ক দুর্ঘটনায় নিহত

অবশ্যই পরুন

লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। বার্তা সংস্থা রয়টার্স ও ফুটবল সংক্রান্ত সংবাদ মাধ্যম মার্কা এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ টিভি চ্যানেল ও দমকল বিভাগ জানিয়েছে, মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায়। গাড়িতে জোতার সঙ্গে ছিলেন তার ভাইও। তারা দুজনই ঘটনাস্থলেই মারা যান।

জোতার জন্ম পর্তুগালের পোর্তোয়। ক্লাব ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরাতে। এরপর খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও উলভারহ্যাম্পটনে। লিভারপুলে এসে জেতেন এফএ কাপ, লিগ কাপ ও ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ।

জাতীয় দলের হয়ে ২০১৯ ও ২০২৫ সালে জিতেছেন উয়েফা নেশন্স লিগ।

সর্বশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী, স্বীকার করল ইউক্রেন

ইউক্রেনের গুরুত্বপূর্ণ দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ কথা স্বীকার করে নিয়েছে খোদ ইউক্রেনের সেনাবাহিনী। এমনকি রুশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ