এখনো ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
আজকের আলোচনার সূচিতে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা।
আলী রীয়াজ বলেন, অনেক প্রাণের বিনিময়ে যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে, তা হেলায় হারানো যাবে না। যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে অনুরোধ জানান তিনি।
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছে।