রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় ভারত ও চীনের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবিত বিলটি সরাসরি লক্ষ্য করেছে ভারত ও চীনকে। কারণ এই দুই দেশ মিলে রাশিয়ার মোট তেল রপ্তানির ৭০ শতাংশ আমদানি করে। খবর ফার্স্টপোস্টের।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত এই উদ্যোগটি মার্কিন বাণিজ্যনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।
মার্কিন সিনেটে পাসের পথে থাকা এই বিতর্কিত বিল অনুযায়ী, যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে। বিশেষভাবে ভারত ও চীনকে টার্গেট করা হয়েছে। কারণ তারা রাশিয়ার যুদ্ধযন্ত্র সচল রাখতে প্রধান ভূমিকা রাখছে বলে অভিযোগ করা হচ্ছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এটিই হতে যাচ্ছে অন্যতম কঠোর নিষেধাজ্ঞার পদক্ষেপ।
বিলটির অন্যতম রচয়িতা সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘এটা একটা বড় অগ্রগতি। যদি আপনি রাশিয়া থেকে পণ্য কিনে ইউক্রেনকে সহায়তা না করেন, তাহলে আপনার পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক বসবে। ভারত ও চীন পুতিনের ৭০ শতাংশ তেল কেনে—তারা তার যুদ্ধ চালানোর শক্তি যোগাচ্ছে।’