বাংলাদেশের পেসারদের দুরন্ত বোলিংয়ে ২৪৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি পেলো স্বাগতিকরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। রানের খাতা খোলার আগেই সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এরপর নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা হাল ধরেন দলের।
৪৫ রান করা কুশালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার তানভির। এরপর নাজমুল হোসেন শান্তর বলে জানিথ লিয়ানাগে ফিরলে ১৫৩ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। পরের আঘাতটা তানজিম সাকিব করেছেন মিলান রাত্নায়েকের উইকেট তুলে। শেষের দিকে তাসকিন করেন জোড়া আঘাত। আর আসালাঙ্কাকে ফেরান তানজিম সাকিব। লঙ্কান কাপ্তান তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতরান। তিনি করেন ১২৩ বলে ১০৬ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে দ্যুতি ছড়ান তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তাসকিন পান ৪টি এবং সাকিব পান ৩টি উইকেট।
আজকের ম্যাচে টাইগারদের হয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন ও স্পিনার তানভীর ইসলামের।