ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার (১ জুলাই) রাতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে তেহরানের মতো বিমান হামলা চালানো হবে। সম্প্রতি ইরানে চালানো হামলার উদাহরণ টেনে তিনি এই মন্তব্য করেন।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় কাটজ বলেন, ‘তেহরানে সাপের মাথায় আঘাত করার পর এবার ইয়েমেনেও হুথিদের ওপর একইভাবে আঘাত হানা হবে।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে যে হাত উঠবে, সেই হাত কেটে ফেলা হবে।’
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি বিমানবাহিনী।
তবে ইসরায়েলের এই হুমকির বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইসরায়েল ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হুমকি নতুন করে মধ্যপ্রাচ্যে উদ্বেগ বাড়িয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি