শুরু আর শেষের অর্ধে দুটি গোল হজম করে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ থেকে বিদায় নিয়েছে ইন্টার মিলান। যদিও পুরো ম্যাচে বল দখল, আক্রমণ, পাস—সব দিক দিয়েই তারা ছিল এগিয়ে, তবে ফলাফল গেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের পক্ষেই। তাদের দুই গোলেই লেখা হয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি ইন্টার মিলানের আরেকটি হতাশাজনক বিদায়ের গল্প। মাত্র এক মাস আগেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা। এবার ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেল শেষ ষোলোতেই।
এই পরাজয়ের পর ক্ষোভ চেপে রাখতে পারেননি ইন্টারের অধিনায়ক লাওতারো মার্তিনেজ। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি দলের অভ্যন্তরীণ মনোভাব নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। বলেন, ‘আমি অধিনায়ক, আমি শীর্ষে থাকতে চাই। গুরুত্বপূর্ণ শিরোপার জন্য লড়াই করতে চাই। কিছু বিষয় দেখেছি, যেগুলো একদমই ভালো লাগেনি। আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা সত্যিই এখানে থাকতে চায়। দরকার সঠিক মানসিকতা। যারা থাকতে চায়, তারা থাকুক। আর যারা চায় না, তাদের চলে যাওয়া উচিত।’
সোমবার ( ৩০ জুন) দিবাগত রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইতালি ও ব্রাজিলের ক্লাব ইন্টার–ফ্লুমিনেন্স। যেখানে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান কানোর গোলে ফ্লুমিনেন্স লিড নেয়। পুরো ম্যাচে সেটি আর শোধ করতে পারেনি লাউতারো মার্টিনেজ–থুরামদের ইন্টার। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেলেসাও মিডফিল্ডার হারকিউলিস পেরেইরা আরেক গোল করে ২–০ গোলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে বিশ্বকাপের শেষ আটে উঠল ফ্লুমিনেন্স। যেখানে তারা আগামী শনিবার লড়বে আল-হিলালের সঙ্গে। ফ্লুমিনেন্সের কাছে পরাজিত ইতালিয়ান ক্লাব ইন্টারই অবশ্য ম্যাচজুড়ে আধিপত্য দেখায়। তাদের দখলে বল ছিল ৬৯ শতাংশ। যদিও ভালো সুযোগ তৈরিতে এগিয়ে ছিল সেলেসাও দলটি। এ ছাড়া ১৬ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে মিলানের প্রতিনিধিরা। বিপরীতে ১১টি শট নিয়ে সমান ৪টি লক্ষ্যে ছিল ফ্লুমিনেন্সের।