spot_img

শুল্ক চুক্তি চূড়ান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ

অবশ্যই পরুন

পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দফায় দফায় আলোচনা চলছে বলেও জানা গেছে।

সবশেষ গত বৃহস্পতিবার (২৮ জুন) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ।

বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই পক্ষই দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমান জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আংকটাড)-এর সাবেক বাণিজ্যনীতি প্রধান ছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

অনলাইনে ই-রিটার্ন সাইটে নিবন্ধনের জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাংলাদেশি সিমে ওটিপি পাঠানো হয়। এর ফলে বিদেশে...

এই বিভাগের অন্যান্য সংবাদ