spot_img

জাপানে ৯ জনকে হত্যার দায়ে ‘টুইটার কিলারের’ মৃত্যুদণ্ড কার্যকর

অবশ্যই পরুন

জাপানে নয় জন ব্যক্তিকে হত্যার দায়ে ‘টুইটার কিলার’ খ্যাত তাকাহিরো শিরাইশি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটিতে শুক্রবার (২৭ জুন) প্রায় তিন বছর পর প্রথমবারের মতো এই মৃত্যুদণ্ড কার্যকর হয়। খবর আল জাজিরা।

রায়ে বলা হয়, তাকাহিরো ২০১৭ সালে কানাগাওয়া অঞ্চলের জামা শহরের নিজের অ্যাপার্টমেন্টে ডেকে এনে আট নারী ও একজন পুরুষকে হত্যা করে। এরপর তাদের দেহ খণ্ডবিখণ্ড করেন তিনি। ভুক্তভোগীদের সকলের বয়স ১৫ থেকে ২৬ বছরের মধ্যে ছিল।

তাকাহিরো শিরাইশি স্বীকার করেন, আত্মহত্যার চিন্তায় থাকা মানুষদের সহায়তার কথা বলে তিনি যোগাযোগ করতেন। পরে তাদের হত্যা করতেন। সামাজিক মাধ্যম টুইটারের মাধ্যমে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করতেন বলে তাকে ‘টুইটার কিলার’ উপাধি দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

শুধু ডিজিটালাইজেশনের মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু ডিজিটালাইজেশন করেই আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত হবে না। এর জন্য ব্যক্তিপর্যায়ে সৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ