spot_img

আগামীর রাজনীতি যেনো ফ্যাসিবাদের জন্ম না দেয়: জামায়াত আমির

অবশ্যই পরুন

বাংলাদেশের আগামী দিনের রাজনীতি যেনো স্বচ্ছ ও সুন্দর হয় এবং নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম যেন না হয়—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলের নেতারা নিজেদের বক্তব্য যেরকম বলেন, সেভাবে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন।

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

সর্বশেষ সংবাদ

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের ৩০০ কোটি ডলারের এলএনজি চুক্তি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে ৩০০ কোটি ডলারের চুক্তি সই করেছে ভারত। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ