spot_img

পরেশ ছাড়া ‘হেরা ফেরি ৩’ ভাবাই যায় না: সোনাক্ষী

অবশ্যই পরুন

পরেশ রাওয়াল নিজেকে সরিয়ে নিতেই ‘হেরা ফেরি’নিয়ে দর্শকের উন্মাদনা করপুরের মতো উবে গেছে। সবার এক কথা, বাবুরাওকে (‘হেরা ফেরি’তে পরেশের চরিত্র) ছাড়া ‘হেরা ফেরি’অর্থহীন। বলিউড তারকা সোনাক্ষী সিনহারও একই মত।

ভারতীয় সংবাদমাধ্যমকে সোনাক্ষী বলেন, “পরেশ রাওয়াল ছাড়া ‘হেরা ফেরি ৩’ ভাবাই যায় না! তার উপস্থিতি ছাড়া ‘হেরা ফেরি’র আসল ফ্লেভারটা আসেই না। উনি ছিলেন ওই গোটা সিরিজের মেরুদণ্ড। দর্শকদের মনে আজও তার সংলাপ, শরীরী ভাষা, কৌতুকের ধরন গেঁথে আছে।”

পরেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী। ‘নিকিতা রায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, “তার সঙ্গে কাজ করাটা একটা বিশাল সম্মানের ব্যাপার। উনি যে স্তরের অভিনেতা, তা শুধু তার অভিজ্ঞতায় নয়, তার প্রতিটি দৃশ্যেই বোঝা যায়। আমার জন্য এটা ছিল দারুণ একটা অভিজ্ঞতা।”

‘নিকিতা রায়’ পরিচালন করেছেন সোনাক্ষীর ভাই কুশ সিনহা। তিনিও মুগ্ধ পরেশে। তার কথায়, “মাত্র দুটো মিটিংয়ের পরই উনি সম্মতি দেন, এটা আমার জন্য এক বিশাল আত্মবিশ্বাসের জোগান ছিল। পরেশজি একজন এমন অভিনেতা, যাকে পেতে চায় ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ পরিচালক!”

সর্বশেষ সংবাদ

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ