spot_img

বর্তমান নির্বাচন কমিশনেই আস্থা রাখতে চায় জামায়াত

অবশ্যই পরুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, বিগত ৩ টি কমিশনের মতো নয়, এখনকার কমিশন। বর্তমান নির্বাচন কমিশনেই আস্থা রাখতে চায় জামায়াত।

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর আজ বুধবার (২৫ জুন) সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। সেখানে তারা নির্বাচন অংশগ্রহণমূলক করতে একাধিক প্রস্তাব তুলে ধরেন।

বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে, রাজনৈতিক কারণে জামায়তের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ। এসময় স্থানীয় সরকার নির্বাচনও নির্দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি। দাবি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের।

সর্বশেষ সংবাদ

ভারতকে হারাতে বাংলাদেশের বিশ্বাস আছে: হেড কোচ

আগামীকাল ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ