spot_img

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি রাজনৈতিক দলের আবেদন

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার ১৪৭টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। সোমবার (২৩ জুন) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে।

এদিকে, আবেদন জমা দিয়ে সাংবাদিকদের কাছে প্রতীক ও দলের নাম উল্লেখ করে দলগুলোর নেতারা দাবি করছে ইসির সব ধরনের শর্তপূরণ করেই নিবন্ধন আবেদন করা হচ্ছে। তাদের দল নিবন্ধন পাবে বলে তারা আশাবাদী।

এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল।

তবে অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয় গত রোববার।

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কের মেয়র নির্বাচন: আবারও লড়াইয়ে অ্যান্ড্রু কুমো, সমর্থনে ইসরায়েলপন্থিরা

যৌন হয়রানির অভিযোগের মুখে পড়ে  এক দশক ধরে নিউইয়র্কের গভর্নরের দায়িত্ব পালন করা অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেন ২০২১ সালে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ