spot_img

ইরানে মার্কিন বিমান হামলা, অবশেষে অবস্থান স্পষ্ট করলেন পুতিন

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে বলেন, ইরানের ওপর চালানো আগ্রাসন ‘সম্পূর্ণ অযৌক্তিক’ ও ‘ভিত্তিহীন’।

ক্রেমলিনে আয়োজিত ওই বৈঠকের শুরুতেই পুতিন বলেন, ‘ইরানি জনগণের প্রতি আমাদের সমর্থন রয়েছে। রাশিয়া যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।’

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করায় রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুতিনকে বলেন, ‘রাশিয়া ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে।’

তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুতিনের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আধঘণ্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত

মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত এয়ারক্রাফট দুটি মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ