spot_img

১৮ দিনে রেমিট্যান্স এলো ২২,৭০০ কোটি টাকা

অবশ্যই পরুন

চলতি জুন মাসের প্রথম ১৮ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা । বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এসময়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মোট ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

এর আগেও প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা ছিল। সদ্যবিদায়ী মে মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে, গত মার্চে এসেছিল সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রেমিট্যান্স প্রবাহ বছরের শুরুতে কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে তা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মার্চ, এপ্রিল ও মে মাসে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স দেশে আসে।

মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ:
জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

জানুয়ারি: ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

মার্চ: ৩২৯ কোটি ডলার

এপ্রিল: ২৭৫ কোটি ডলার

মে: ২৯৭ কোটি ডলার

বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নানান উদ্যোগের কারণে এ প্রবাহ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ