spot_img

একটানা ৩৭ ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান

অবশ্যই পরুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার যে ঘোষণা দিয়েছেন, তাতে মার্কিন বি-২ বোমারু বিমান অংশ নিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এছাড়া নিউইয়র্ক টাইমসকেও একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় ছয়টি বি-২ বোমারু বিমান অংশ নেয়। বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোরদো পারমাণবিক স্থাপনার ওপর এক ডজন ৩০ হাজার পাউন্ড ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।

নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় ৩০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র (টিএলএএম) ছোড়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, একটি বি-২ বিমান থেকে নাতাঞ্জেও দুটি বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।

শনিবারের এই হামলায় মার্কিন বিমানবাহিনী প্রথমবারের মতো জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর নামের ৩০ হাজার পাউন্ড ওজনের এই বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করল।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, রোববারের ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী বি-২ বিমানগুলো মিসৌরিতে অবস্থিত ঘাঁটি থেকে প্রায় ৩৭ ঘণ্টা একটানা উড়ে যায়। এই দীর্ঘ যাত্রাপথে বিমানগুলো মাঝ-আকাশেই কয়েকবার জ্বালানি ভরে নেয়।

এর আগে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এসব বিমান।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় ‘অত্যন্ত সফল’ হামলা চালিয়েছে। তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো ধ্বংস হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও: তারেক রহমান

বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ