spot_img

এবার হলিউড সিনেমায় শাকিব খান!

অবশ্যই পরুন

অনেক দিন ধরেই চলছিল জোর গুঞ্জন—হলিউডে কাজ করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ হয় এবারের ঈদে। হঠাৎ করেই খবর ছড়িয়ে পড়ে, বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের সঙ্গে নতুন একটি প্রজেক্টে কাজ করতে চলেছেন শাকিব।

অবশেষে জানা গেল, হলিউডে নতুন সিনেমা নির্মাণ করছেন ‘বনইয়ার্ড’, ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিত ‘এমআর–নাইন’ খ্যাত আসিফ আকবর। আর সেই সিনেমাতে প্রোটাগনিস্ট হিসেবে থাকছেন শাকিব খান। এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

আসিফ আকবর জানান, এখন পাণ্ডুলিপির কাজ চলছে। ছবিটির জন্য নির্বাচিত হয়েছেন শাকিব খান। তার সঙ্গে থাকবেন দুইজন চিত্রনায়িকা।

একজন বাংলাদেশ থেকে, অন্য জনকে নেওয়া হবে হলিউড থেকে। শুধু তাই নয়, খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ।
জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাবার কথা রয়েছে। তখন সবকিছু চূড়ান্ত হবে।

যদি সবকছু ঠিক থাকে তাহলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা। ক্রাইম থ্রিলার ঘরানার এ সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ঘরে বসেই দেখা যাবে ‘সাইয়ারা মুভি’

মোহিত সূরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ (Saiyaara), যেটিতে আনেৎ পাড্ডা ও আহান পাঁডে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সম্প্রতি সিনেমাহলে মুক্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ