spot_img

দূর্বার গতিতে ইসরায়েলের দিকে ইরানের ২০টি ক্ষেপণাস্ত্র, হাইফায় চার স্থাপনায় আঘাত

অবশ্যই পরুন

ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর খবরে এ তথ্য জানা গেছে।

ক্ষেপণাস্ত্রগুলোর আঘাত হানার এক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে, যদিও দেশটিতে বর্তমানে যুদ্ধকালীন কড়াকড়ি সেন্সর নীতি চালু রয়েছে। এসব নীতিমালার অধীনে কেউ যদি সেন্সেটিভ বা সামরিক স্থাপনার আঘাতপ্রাপ্ত অবস্থান প্রকাশ করে, তাহলে কারাদণ্ডের হুমকিও দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলে অন্তত চারটি সম্ভাব্য স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। আজ দুপুরে সবচেয়ে গুরুতর হামলাটি হয়েছে হাইফা শহরে, যেখানে একটি সরকারি জেলা এলাকার ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

এর আগে সকালেই একটি প্রতিরক্ষা রকেট ব্যর্থ হওয়ার খবর পাওয়া যায়, যা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশ্লেষকরা বলছেন, যদি ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়ে থাকে এবং চারটি আঘাত স্থলের খবর পাওয়া যায়, তাহলে এটি স্পষ্ট যে সব ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।

সূত্র- আলজাজিরা

সর্বশেষ সংবাদ

আইপিএলে নিজের টিম না কেনার কারণ জানালেন সালমান

বলিউডের বহু তারকা যেমন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা আইপিএল টিমের মালিকানায় রয়েছেন, কিন্তু সালমান খান সেই তালিকায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ