spot_img

ভারতীয় ভিসা কার্যক্রম চলমান রয়েছে— ভারতের সহকারী হাইকমিশনার

অবশ্যই পরুন

ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক কখনো ভালো, কখনো খারাপ হলেও ভবিষ্যতে নিঃসন্দেহে এই সম্পর্ক আরও উন্নত হবে।

শুক্রবার সকালে হবিগঞ্জ শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে স্বামী বিবেকানন্দ যোগা কল্যাণ সংস্থা।

চন্দ্র শেখর বলেন, ‘ভারতীয় ভিসা কার্যক্রম চালু রয়েছে। মানুষ নিয়মিতভাবে আবেদন করছে এবং গুরুত্ব অনুযায়ী ভিসা পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের সম্পর্কের মাঝে উত্থান-পতন থাকলেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ক আরও মজবুত হবে বলে আমরা আশা করি।’

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় যোগ অনুশীলনকারীরা অংশ নেন। চন্দ্র শেখর অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ