spot_img

জয় দিয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু সিটির

অবশ্যই পরুন

জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের রেকর্ড করা গোলে মরোক্কান ক্লাব উইদাদ কাসাব্লাংকা ২-০ গোলে হারিয়েছে ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দল। আর ২০২২ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে বর্ধিত সংস্করণের ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে উইদাদ।

ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। সাভিনহোর শট উইদাদ গোলকিপার এল মেহদি ব্লক করলে বল পান ইংলিশ মিডফিল্ডার। সময় নষ্ট না করে মাত্র ২ মিনিটে গোল করে বনে যান ক্লাব বিশ্বকাপের দ্রুততম গোলদাতা। বিরতির আগে ফোডেনের কর্নারে গোলমুখের সামনে থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন জেরেমি ডোকু।

তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। উল্টো ৮৮ মিনিটে রিকো লুইস লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৯১ জন...

এই বিভাগের অন্যান্য সংবাদ