spot_img

আর্জেন্টিনার হয়ে দুই বিশ্বকাপ খেলা মিডফিল্ডার এখন সেভিয়ার কোচ

অবশ্যই পরুন

গত মৌসুমে কোনোমতে অবনমন এড়ানো সেভিয়া আসন্ন মৌসুমে নিজেদের ঢেলে সাজাতে চাইছে। এই পুনর্গঠনের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ক্লাবেরই সাবেক আর্জেন্টাইন তারকা মাতিয়াস আলমেয়দার হাতে, যিনি এবার কোচ হিসেবে ফিরে আসছেন তার পুরনো ঠিকানায়।

স্প্যানিশ ক্লাবটির কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন ৫১ বছর বয়সী সাবেক মিডফিল্ডার আলমেয়দা, যিনি এর আগে এ.ই.কে এথেন্সের দায়িত্বে ছিলেন।

খেলোয়াড় হিসেবে আলমেয়দা ইউরোপিয়ান ফুটবলে পা রাখেন সেভিয়ার জার্সিতেই। নিজ দেশ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে পাঁচ বছর কাটানোর পর ১৯৯৬ সালে তিনি সেভিয়ায় যোগ দেন। এরপর লাৎসিও, পার্মা, ইন্টার মিলান, ব্রেশিয়াসহ আরও কয়েকটি ক্লাবে খেলে ২০১১ সালে রিভার প্লেটে ফিরে ২০ বছরের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টানেন।

এই ডিফেন্সিভ মিডফিল্ডার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপও ছিল।

খেলা ছাড়ার পর ২০১১ সালেই নিজ ক্লাব রিভার প্লেটের হাত ধরে কোচিংয়ে আসেন আলমেয়দা। এরপর বিভিন্ন ক্লাবের হয়ে কাজ করে ২০২২ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলে কোচিংয়ের সুযোগ পান এ.ই.কে এথেন্সে। সেখানে প্রথম মৌসুমেই তার তত্ত্বাবধানে ক্লাবটি ঘরোয়া ‘ডাবল’ জেতে। এই সাফল্যের জেরে পরের মৌসুমের আগেই তার চুক্তি ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল, কিন্তু এই মৌসুমের ব্যর্থতার কারণে গত মাসেই তাকে ক্লাব ছাড়তে হয়।

এথেন্স ছাড়ার পর খুব দ্রুতই তিনি তার নতুন ঠিকানা খুঁজে পেলেন। সেভিয়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং দলটির গত মৌসুমের ব্যর্থতা ভুলিয়ে দিতে তিনি কতটা সফল হন, সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা

কোস্টারিকাতে সংযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী দেশটির প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেস, ভাইস প্রেসিডেন্ট ড. মেরি মুনিভে আংগারমুলার...

এই বিভাগের অন্যান্য সংবাদ