spot_img

শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

অবশ্যই পরুন

গত শুক্রবার (১২ জুন) ইসরায়েলের হামলার জবাবে ইরান ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েক শত ড্রোন ছুড়েছে। এতে ইসরাইলের ৪০টি স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং দেশটির কর কর্তৃপক্ষের কাছে ১৯,০০০-এর বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ইসরায়েলে এ পর্যন্ত ২৪ জন নিহত ও ৮০০-এর বেশি আহত হয়েছে। হামলার পূর্বে মোট ৩ হাজার ৮০০-এর অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, শুক্রবার (১২ জুন) ইসরায়েলের হামলায় সেদেশে ন্যূনতম ২২৪ জন প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ সংবাদ

গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর কোরিয়া, পারমাণবিক হুমকি বাড়ছে: নিউ ইয়র্ক পোস্ট

উত্তর কোরিয়া একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে, যা দেশটির পারমাণবিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছে ইউএস সংবাদমাধ্যম...

এই বিভাগের অন্যান্য সংবাদ