spot_img

শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

অবশ্যই পরুন

গত শুক্রবার (১২ জুন) ইসরায়েলের হামলার জবাবে ইরান ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েক শত ড্রোন ছুড়েছে। এতে ইসরাইলের ৪০টি স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং দেশটির কর কর্তৃপক্ষের কাছে ১৯,০০০-এর বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ইসরায়েলে এ পর্যন্ত ২৪ জন নিহত ও ৮০০-এর বেশি আহত হয়েছে। হামলার পূর্বে মোট ৩ হাজার ৮০০-এর অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, শুক্রবার (১২ জুন) ইসরায়েলের হামলায় সেদেশে ন্যূনতম ২২৪ জন প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়েছে স্পোর্টিং

কাগজে কলমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট-জার্মেইন। তবেব লিসবনে স্পোর্টিংয়ের কাছে শেষ মুহূর্তের গোলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ