spot_img

১৫০ রানের মাইলফলক ছুঁতে পারলেন না শান্ত

অবশ্যই পরুন

১৫০ রানের মাইলফলক ছোঁয়ার আকুলতা নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের ১৩৬ রান থেকে দেখেশুনে খেলছিলেন, মনে হচ্ছিল বুঝি এবারও বড় ইনিংস আসছে। কিন্তু ভাগ্য সহায় হলো না, মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেন না এই বাঁহাতি ব্যাটার।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে শর্টটি ভালো খেলতে পারেননি শান্ত। ফলস্বরূপ, মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪৮ রানে সাজঘরে ফেরেন তিনি। ২৭৯ বলে সাজানো এই দারুণ ইনিংসটি থামার সঙ্গে সঙ্গেই ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের অনবদ্য জুটি।

এর আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করার অভিজ্ঞতা আছে শান্তর। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০২১ সালে পাল্লেকেলেতে নিজের সপ্তম টেস্টে তিনি ১৬৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এবার ১৫০ থেকে মাত্র ২ রান দূরে থেমে যাওয়ায় শান্তর পাশাপাশি বাংলাদেশের সমর্থকদের মাঝেও কিছুটা আক্ষেপ রয়ে গেল।

এই প্রতিবেদন লেখার সময়, বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮২। মুশফিকুর রহিম ১৪০ রান এবং লিটন দাশ ৪৩ রান নিয়ে ক্রিজে আছেন।

সর্বশেষ সংবাদ

২৭ তারিখ ভোটার হবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ